রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৬:২৯ অপরাহ্ন
এম.এম.জাহিদ হাসান হৃদয়
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গোপসাগরের মোহনা হতে সাঙ্গু নদীর মোহনা পর্যন্ত অভিযান পরিচালনা করে ফের ২৯ টি মুশরীর ০৬টি বেহুন্দীজাল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ২লক্ষ টাকা।
আজ সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য বিভাগের এফ. এ জাহেদ আহমেদ, অফিস সহকারী মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ কোস্ট গার্ড সাংগু-গহিরা পিও এম শফিকুল ইসলাম সহ কোস্ট গার্ডের অন্যান্য প্রতিনিধিবৃন্দ। পরে জব্দকৃত এসব জাল কোস্ট গার্ডের পল্টনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এসময় সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, মা ইলিশ সংরক্ষণের জন্য বিশেষ কম্বিং অপারেশন ২০২১ হাতে নেওয়া হয়েছে। তাই এই অপারেশন বাস্তবায়নের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এছাড়াও গত ১০-জানুয়ারি (রবিবার) উপজেলার সাঙ্গু মোহনায় ও বঙ্গোবসাগরে কোষ্টগার্ড সিজি স্টেশন গহিরা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সম্মিলিত বিশেষ কম্বিং অভিযানে উপকূলীয় নিষিদ্ধ ৪লক্ষ টাকা মূল্যের ১০০০মিটারের ১১টি বেহুন্দীজাল জব্দ করা হয়।