রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৬:১৮ অপরাহ্ন
আবদুল্লাহ আল মামুন, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা শোয়াইব হোসেন কে “ইসলামী আন্দোলন বাংলাদেশ”-এর কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল ৩ জানুয়ারী রবিবার সকাল ১১ টায় এ সংবর্ধনার সময় উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুল আওয়াল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মাদ নাকিবুল হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ওসামা বিন কামাল, যশোর সদর থানার সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফয়েজ গাজী প্রমুখ।
এছাড়াও মণিরামপুর উপজেলার ইসলামী আন্দোলনের নেতা কর্মীরাও সেই সময় মাওলানা সোয়াইব হোসেন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক ও হাতপাখার এমপি প্রার্থী আলহাজ্ব ইবাদুল ইসলাম মনু, মণিরামপুর পৌর মেয়র প্রার্থী মোঃ আবু তালেব, কাউন্সিলর প্রার্থী ফারুখ হোসেন, মফিজুর রহমান, সাংবাদিক আবদুল্লাহ আল মামুন সহ ইসলামী আন্দোলনের নেতা কর্মী বৃন্দ।