পাহাড়ি কন্যা
এম.আফিফুর রহমান:
সবুজ পাহাড়ের পানে,তুমি চেয়ে আছো আনমনে।
আলতো স্পর্শে মেঘগুলো ভাসছে দেখ ওই গগনে।
পাহাড়ে নীড় তোমার, ডানা মেলে গগনে উড়া তুমি কোন পাখি, যাকে দেখে মন তৃপ্ত, জুড়িয়ে যায় আঁখি।
যাকে নিয়ে স্বপ্ন আমার, তুমি সে স্বপ্নকন্যা;
যাকে দেখেই মনে হয় পাহাড়ি এক ঝর্ণা।
প্রকৃতির দান অপরূপ রূপ, নিজেই যেন প্রকৃতি;
দিবারাত্রি তোমার ছবি এই মনেতে আঁকি।
প্রতিনিয়ত তোমার প্রেমেতে আছি আমি ডুবে,
তুমিই কি আমার ভালোবাসা ‘পাহাড়ি কন্যা’ তবে!