মোঃ সোয়েব সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আগামী ২৫শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাজশাহীর চারঘাট উপজেলার পৌরসভা নির্বাচনকে সামনে রেখে এক সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনে উপস্থিত থাকবেন, আধুনিক চারঘাট বাঘার রুপকার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম (এমপি)।
আসন্ন সম্মেলনে আরো উপস্থিত থাকবেন, এস এম কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ও চারঘাট উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল ইসলাম, চারঘাট পৌরসভা নির্বাচনে নৌকা পার্থী একরামুল সহ স্থানীয় নেতাকর্মী। আগামী চারঘাট পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে সমাবেশের আয়োজন করা হয়।
এই সম্মেলন সফল করার লক্ষ্যে চারঘাট উপজেলার চৌমুহনী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব মোঃ মনিরুজ্জামান (কায়কোবাদ) এর পার্টি অফিসে এক আলোচনা সভার আয়োজন করেছে ইউসুফপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ১ নং ইউসুফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সহ সভাপতি, যুগ্ম সম্পাদক সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।