বিশেষ প্রতিনিধি:
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন দক্ষিণ বেতিয়ারা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫ লক্ষ টাকা মূল্যের ৪৯৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
গোপন সংবাদের ভিত্তিতে, গত ২০ ডিসেম্বর ২০২০ তারিখ ২ ঘটিকার সময় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান চালিয়ে আসামি (১) মোঃ সোহেল (২৮) ও আসামি (২) মোঃ হাসানুজ্জামান (১৯) কে আটক করে।
আসামি সোহেল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার উত্তর কালিকাপুরের মোঃ মাসুদ মিয়ার ছেলে এবং আসামি হাসানুজ্জামান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মধ্যম কালিকাপুরের মৃত আব্দুল মালেকের ছেলে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে, আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও শনাক্তমতে তাদের সাথে থাকা দুটি পাটের বস্তার ভিতর থেকে ৪৯৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আসামিদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরোও জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে, পরবর্তীতে বিভিন্ন কৌশলে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।