আবদুল্লাহ আল মামুন, যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর জেলার মণিরামপুর উপজেলার পৌর এলাকার ৯ নং ওয়ার্ড বিজয়রামপুর মধ্যপাড়া মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার প্রচার করলেন বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার শিক্ষক ও মধ্যপাড়া মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ মামুনুর রশিদ সাহেব
ঈমাম সাহেব বলেন, আমাদের মসজিদে একটি কোরআন শিক্ষার জন্য মক্তব নাই। নিকটবর্তী কোথাও ভালো কোন নুরানী শিক্ষা প্রতিষ্ঠান নাই। সাংবাদিক ও মানবাধিকার কর্মী আবদুল্লাহ আল মামুন এই বিষয়ের প্রতি লক্ষ্য করে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন।
মসজিদের সকল মুসল্লিদের উদ্যেশ্যে তিনি বলেন, আপনারা সবাই মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়ে ভর্তি করে দ্বীনি ইলম শিক্ষা দিন।
ঈমাম সাহেব মাদ্রাসা সম্পর্কে সাংবাদিক আবদুল্লাহ আল মামুন কে নুরানী শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে মুসল্লিদের কিছু বলার অনুরোধ করেন।
ঈমাম সাহেবের অনুরোধে সাংবাদিক আবদুল্লাহ আল মামুন মুসল্লিদের বলেন, নুরানী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ছাত্র সুন্দর ও সহিসুদ্ধ ভাবে কোরআন শরিফ তেলোয়াত সুন্দর ভাবে আরবি লেখা শেখানো হয়। এছাড়াও বাংলা, গণিত, ইংরেজি সুন্দর ভাবে শিক্ষা দেয়া হয়।