ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের মাদক ব্যবসায়ী মা ও ছেলেকে বিআরটিসি বাসে তল্লাশি করে ভারতীয় নিষিদ্ধ ৩৪ বোতল ফেন্সিডিল সহ
আটক করেছে পীরগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ৩ এপ্রিল (শনিবার) এক গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ এলাকায় বিআরটিসি বাস তল্লাশি করে
মা ও ছেলের কাছে থেকে ভারতীয় নিষিদ্ধ ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যাক্তিরা হলেন, রাণীশংকৈল উপজেলার বাঁশবাড়ী নলদিঘী গ্রামের জবাইদুর রহমানের স্ত্রী জামেনা বেগম (৫০) ও ছেলে জহরুল ইসলাম নয়ন (৩০) ।
এ ব্যাপারে পীরগঞ্জ ওসি তদন্ত খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ৩৪ বোতল ফেন্সিডিলসহ মা ও ছেলে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।