নিউজ ডেস্কঃ
দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। স্থায়ী-অস্থায়ী হাজার হাজার শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সবাই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। তবে ব্যতিক্রম ঘটনা ঘটেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে।
সেখানকার স্থানীয় মাদরাসা শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণের পরিবর্তে শহীদ মিনারে কোরআন খতম করেছেন।
নারিকেল বাড়িয়া গ্রামে আগের দিনই কলাগাছ দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ী শহীদ মিনার। রাত ১২টা ১ মিনিটে যথারীতি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্বরা। আজ সকালে ৩৫ জন শিক্ষার্থী নিয়ে সেখানে উপস্থিত হন স্থানীয় মাদরাসার শিক্ষক হাফেজ মো. ফুয়াদ হোসেন।
সবাই জুতা খুলে শহীদ মিনারের চারপাশে দাঁড়িয়ে যান। ৩০ পারা কোরআন ভাগ করে ৩০ জনের হাতে তুলে দেওয়া হয়। এভাবে আধাঘণ্টার মধ্যেই পড়া শেষ হয়ে যায় পুরো কোরআন শরীফ। এরপর ভাষা শহীদদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে।
বেশিরভাগ মানুষই এমন উদ্যোগের প্রশংসা করেছেন। তবে কেউ কেউ বলছেন, কোরআন খতম করলে সেটা মসজিদ-মাদরাসা বা অন্য কোথাও করা যেতো; এর জন্য শহীদ মিনারে যাওয়ার কোনো প্রয়োজন নেই।