মোঃমহিউদ্দিন, রাঙ্গামাটি(বাঘাইছড়ি):
“খেলাধুলায় বাড়ে বল – মাদক ছেড়ে মাঠে খেলতে চল ” এই স্লোগানে রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদ মাঠে বাঘাইছড়ি হিল স্পোর্টস এসোসিয়েশন এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হলো স্বাধীনতা কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১।
বুধবার (১৭ মার্চ) বেলা ২ ঘটিকায় উপজেলা পরিষদ ক্রিকেট মাঠে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে এবং জাতীয় ও প্রত্যেক দলের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম।
এসময়ে হিল স্পোর্টস এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান মানিক এর সঞ্চালনায় ও হিল স্পোর্টস এ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর মেয়র মোঃ জাফর আলী খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আলী হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এই টুর্নামেন্টে মোট ১৯ টি দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, হাজী মুন্সি মিয়া একাদশ বনাম কাচালং নবীন সংঘ ।