একুশের গান
মিজানুর রহমান(মামুন)
একুশ মানে মা-য়ের খোকা
মা ডাক বারণ করা
একুশ মানে রক্ত দিয়ে
মা-য়ের ভুলি ফেরা।।
একুশ মানে তাজা রক্তে
লাল হওয়া রাজপথ
একুশ মানে বুলেট ঘেরা
লুটাই পড়া রথ।।
একুশ মানে সালাম বরকত
রফিক জব্বার প্রাণ
একুশ মানে ভাষার তরে
মা-য়ের জন্যে দান।।
একুশ মানে উঁচু সিঁড়ী
মা-য়ের মর্যাদা
একুশ মানে ছিন্নভিন্ন
শক্রু দেওয়া বাধা।।
একুশ মানে মুক্ত কন্ঠে
গাইবে সুরে গান
একুশ মানে ভাষার তরে
বিশ্ব মঞ্চে ম্লান।।