আবদুল্লাহ আল মামুন, যশোর জেলা প্রতিনিধি:
“অধ্যয়নে বিস্তৃতি, আচরণে সৌহার্দ্য, ব্যক্তিত্বে পরিপক্বতা, পরিকল্পনায় দূরদর্শিতা, মেজাজে দাঈ ইলাল্লাহ ও রুহানিয়াত চর্চার মধ্য দিয়ে হোক চূড়ান্ত বিপ্লবের ক্ষেত্র নির্মাণ।”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে গঠিত হলো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার ২০২১ সেশনের নবগঠিত আমেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান।
নবগঠিত আমেলা কমিটির সভাপতি: মুহাম্মাদ আমিনুল ইসলাম, সহ-সভাপতি: মুহাম্মাদ বিলাল হোসেন, সাধারণ সম্পাদক: মুহাম্মাদ আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক: মুহাম্মাদ আবু রায়হান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক: মুহাম্মাদ হাবিবুর রহমান, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক: মুহাম্মাদ ফয়েজ গাজী, প্রকাশনা ও দফতর সম্পাদক: মুহাম্মাদ নাকিবুল হাসান, অর্থ ও কল্যান সম্পাদক: মুহাম্মাদ আব্দুল্লাহ (পাপ্পু)।
এছাড়াও বিশ্ববিদ্যালয় সম্পাদক: মুহাম্মাদ জহির রায়হান, কওমী মাদ্রাসা সম্পাদক: আবদুল্লাহ নোমান, আলিয়া মাদ্রাসার সম্পাদক: মুহাম্মাদ সাজ্জাদ হোসেন, স্কুল ও কলেজ সম্পাদক: মুহাম্মাদ আব্দুল আউয়াল এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মুহাম্মাদ জহিরুল ইসলাম, মুহাম্মাদ ইমরান হুসাইন, মুহাম্মাদ আবুল হাসান প্রমুখ।